September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 8:09 pm

সৌদি আরবে চলচ্চিত্রের প্রসারে প্রণোদনার ঘোষণা

অনলাইন ডেস্ক :

সৌদি ফিল্ম কমিশন দেশটির সিনেমাশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছে। গত বুধবার কান চলচ্চিত্র উৎসবে এই ঘোষণা দেওয়া হয়। ৩৫ বছর ধরে সৌদি আরবে নিষিদ্ধ ছিল চলচ্চিত্র। ২০১৮ সালে চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়। সেই থেকে মধ্যপ্রাচ্যের এই দেশে নতুনভাবে যাত্রা শুরু করেছে চলচ্চিত্রশিল্প। সৌদি ফিল্ম কমিশন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই শিল্পের প্রসারের জন্য সব ধরনের সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় এই প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইয়াফ এ প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরবের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং মানুষের গল্প ফুটিয়ে তোলা হবে যেসব সিনেমায়, সেসব ছবি নির্মাণের পেছনে ব্যয় করা অর্থের সর্বোচ্চ ৪০% পর্যন্ত ফেরত পাবেন প্রযোজকরা।’ তিনি আরো বলেন, “ক্যাশ রিবেট প্রগ্রাম ‘ফিল্ম সৌদি’র জন্য আবেদন করার সুযোগ শুরু হয়ে গেছে। আমরা সৌদি আরবের প্রযোজকদের স্বাগত জানাচ্ছি।” সৌদি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সৌদি আরবের সিনেমাশিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। কলাকুশলীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কাঠামোগত উন্নয়নের জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে।