October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 8:40 pm

সৌদি আরবে দূতাবাস খুলল ইরান

অনলাইন ডেস্ক :

দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সাড়ে সাত বছরের বিরতিতে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের কয়েক মাস পর সৌদি আরবে ইরান তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বুধবার জানিয়েছে, কয়েকজন ইরানি ও সৌদি কর্মকর্তার উপস্থিতিতে কূটনৈতিক মিশনটি পুনরায় চালু করা হয়েছে। উপপররাষ্ট্রমন্ত্রী আলী রেজা বেকদলির অংশগ্রহণে মঙ্গলবার ইরান আনুষ্ঠানিকভাবে রাজধানী রিয়াদে তাদের দূতাবাস চালু করে। সেই সঙ্গে দেশটিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) স্থায়ী প্রতিনিধি অফিস আবারও খুলেছে ইরান। গত মাসের শেষের দিকেই ইরান জ্যেষ্ঠ কূটনীতিক আলিরেজা এনায়াতিকে সৌদি আরবে তাদের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে।

ইরাক ও ওমানের মধ্যস্থতায় দুই বছরের ম্যারাথন আলোচনার পর মার্চ মাসে এ দুই পারস্য উপসাগরীয় প্রতিবেশী সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সম্মত হয়। অবশেষে বেইজিংয়ে সেই সফলতা আসে। চুক্তির আগে এপ্রিলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি উচ্চপদস্থ বৈঠক হয়। তারা আনুষ্ঠানিকভাবে দুই দেশে কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে সম্মত হয়েছিল। এরপর গত কয়েক মাসে একাধিক প্রতিনিধিদল কূটনৈতিক মিশনগুলো আনুষ্ঠানিকভাবে পুনরায় খোলার প্রস্তুতির জন্য সফর বিনিময় করেছে। সৌদি আরবও ইরানে তার কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে প্রস্তুত বলে জানা গেছে। ইরান সাম্প্রতিক মাসগুলোতে ইব্রাহিম রাইসি সরকারের ‘প্রতিবেশী কেন্দ্রিক’ বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বা উন্নত করার প্রচেষ্টা জোরদার করেছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ায় দেশটির দুই প্রধান মিত্র বাহরাইন ও মিসরের সঙ্গেও তেহরানের সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রচেষ্টার পথ প্রশস্ত হয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি