অনলাইন ডেস্ক :
রেকর্ড গড়া চুক্তির পর ক্রিশ্চিয়ানো রোনালদো গত মঙ্গলবার সৌদি আরবে পা রেখেছেন। সেদিনই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন ক্লাব আল নাসেরে পরিচয়পর্ব হয় তার। পরিচয়পর্বের রোনালদো আশাবাদ ব্যক্ত করেছিলেন, বৃহস্পতিবার আল তায়েবের বিপক্ষে ম্যাচটিতেই খেলতে প্রস্তুত তিনি। আল নাসের ও সৌদি আরবের সমর্থকরাও আশায় বুক বেঁধেছিল। এমনকি আল তায়েবের বিপক্ষে ম্যাচটি দেখতে আল নাসেরের ২৮ হাজার সমর্থক টিকিটও কেটেছিল। কিন্তু রোনালদো ও আল নাসেরের সমর্থকদের আশার গুড়ে বালি। সৌদি আরবে এসেই নিষেধাজ্ঞার কবলে কাটা পড়লেন পর্তুগিজ সুপারস্টার। না, সৌদিতে এসেই বিতর্কিত কা- ঘটিয়ে নিষেধাজ্ঞা ডেকে আনেননি তিনি। নিষেধাজ্ঞাটা পুরোনো ঘটনার জের, যে ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন গত এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে। এভারটনের কাছে নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় প্রচ- হতাশ ছিলেন রোনালদো। মাঠ থেকে ড্রেসিংরুমে যাচ্ছিলেন মাথা নিচু করে। কিন্তু টানেলের পথের অংশের গ্যালারি থেকে জ্যাকব হার্ডি নামের এক কিশোর নেমে এসে তার সঙ্গে সেলফি তোলার আবদার করে। ক্রুব্ধ রোনালদো ঐ কিশোরের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। জ্যাকবের মা পুলিশে নালিশ করলে ঘটনা গড়ায় অনেক দূর। তদন্তের পর পুলিশ রোনালদোকে সতর্ক করেছিল। অনুতপ্ত হয়ে রোনালদো ঐ কিশোরের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু ঘটনার জের তাতেও শেষ হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তদন্তের পর তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে। কিন্তু রোনালদোর ঐ নিষেধাজ্ঞা কাটানো হয়নি। তার আগেই ক্লাব ম্যানইউর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চলে আসেন। যেহেতু তিনি ওই নিষেধাজ্ঞা কাটাননি, তাই আল নাসেরে এসেও সেই ভূত তার কাঁধে ভর করেছে। ফলে আল তায়েবের বিপক্ষে গতকালের ম্যাচটি তো খেলতে পারেননি, রোনালদো খেলতে পারবেন না ১৪ জানুয়ারি আল শাবাবের বিপক্ষে ম্যাচটিতেও। ফলে আল নাসেরের হয়ে অভিষেকের জন্য রোনালদোকে অপেক্ষা করতে হবে অন্তত ১৯ জানুয়ারি পর্যন্ত। ১৯ জানুয়ারি মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে সৌদির আরবের দুই ক্লাব আল নাসের ও আল হিলালির সমন্বিত দল। মানে সৌদি আরবে রোনালদোর অভিষেক হতে পারে মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে ম্যাচটি দিয়েই।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা