October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 8:06 pm

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

সৌদি আবরে সড়ক দুর্ঘটনায় চাঁদপরের যুবক কামাল উদ্দিন সরকার নিহত হয়েছেন। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি মারা যান।

নিহত কামাল উদ্দিন সরকার (৩৮) কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। ছয় মাসের ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি সৌদি আবর ফিরে যান।

তার মৃত্যুর পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে। আমরাও সহযোগিতা করছি।

—ইউএনবি