December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 27th, 2023, 7:34 pm

সৌদি আরবে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ফাইল ছবি

চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত সৌদি আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন।

মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়, মক্কায় ৯৫ জন, মদিনায় ৮ জন, মিনায় ৯ জন, আরাফাতে ২ জন, জেদ্দায় ২ জন এবং মুজদালিফায় একজন হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ২৬০টি ফ্লাইটে মোট ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী হজ শেষে দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭টি এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন মুসলমান হজ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে যাত্রা করেছেন।

প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট আসার কথা রয়েছে বলে জানা গেছে।

—-ইউএনবি