October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 4th, 2021, 7:18 pm

সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ ১৬ জন নিহত

অনলাইন ডেস্ক :

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে যাতে শিশুসহ ১৬ জন নিহত হন। ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সৌদি আরব দেশটিতে আগ্রাসনে অব্যহত রেখেছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, তায়িজ প্রদেশের মুকবানা এলাকায় একটি জনসমাবেশকে লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। আল-মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, হতাহতদের উদ্ধারে যাতে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এগিয়ে আসতে না পারে সেজন্য সেখানে শত্রুপক্ষের বিমান টহল দিতে থাকে এবং দফায় দফায় হামলা চালায়। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব এবং তার ভাড়াটে সন্ত্রাসী দল ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় হামলা জোরদার করেছে। এর মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে গতকাল এই হামলা চালানো হলো।