December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 14th, 2022, 7:54 pm

“স্টার্লিং চেলসির বড় সম্পদ হতে যাচ্ছে”

অনলাইন ডেস্ক :

নতুন মৌসুম শুরুর আগে ভান্ডারে গুরুত্বপূর্ণ এক অস্ত্র যোগ হওয়ার খুশিতে ভাসছেন টমাস টুখেল। চেলসি কোচ মনে করছেন, রাহিম স্টার্লিং আসায় ধার অনেক বাড়বে তার দলের। পাঁচ বছরের চুক্তিতে বুধবার সিটি থেকে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান স্টার্লিং। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ২৭ বছর বয়সী তারকাকে পেতে চেলসির খরচ পাঁচ কোটি পাউন্ড। এই গ্রীষ্মে টড বোহেলির পরিচালিত কনসোর্টিয়ামের অধীনে চেলসি যাওয়ার পর দলটিতে যোগ দেওয়া প্রথম তারকা খেলোয়াড় হলেন স্টার্লিং। টুখেলের বিশ্বাস, ইংলিশ মিডফিল্ডার দলে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। “আশা করি, সে যেমন আছে তেমনটা থেকেই আমাদের দলকে একটি আকার দিতে সাহায্য করবে। সে আমাদের জন্য অনেক বড় সম্পদ হতে যাচ্ছে।” “আমার কাছে সে অনেক বড় খেলোয়াড়, ইংলিশ ফুটবলে গত বছরগুলোতে সে দারুণ প্রভাব রেখেছে এবং দায়িত্ব নিতে ও আমাদের তরুণ খেলোয়াড়দের সামনে উদাহরণ হতে সে সঠিক বয়সে রয়েছে।” ইংলিশ ফুটবলে নতুন করে আর নিজেকে প্রমাণের কিছু নেই স্টার্লিংয়ের। নিজের সেরাটা দিয়ে চেলসিকে এগিয়ে নেওয়াই হবে তার প্রধান কাজ। তার মতো একজন খেলোয়াড়ই চেলসির প্রয়োজন ছিল বলে মনে করেন টুখেল। “তার বয়সে বছরের পর বছর সে যা দিয়ে যাচ্ছে, দায়িত্বের প্রতি তার ক্ষুধা, খেলার ধরণ, সবই অসাধারণ। এটা প্রিমিয়ার লিগের মানদ- এবং আমাদের ঠিক এটাই প্রয়োজন।”