অনলাইন ডেস্ক :
একটি স্টেজ শোতে পারফর্ম করতে গিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। সেই ভিডিও এখন ভাইরাল অন্তর্জালে। যদিও নায়ক-নায়িকা এই ভিডিও না ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন উপস্থিত দর্শকদের। এ প্রসঙ্গে নিরব গণমাধ্যমকে বলেছেন, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পী সহ আমরা দুজন স্টেজে ছিলাম। অপু যে ড্রেস পরে ছিল সেই ড্রেসের নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছক দুর্ঘটনা মাত্র। অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে বছর দুয়েক আগে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ