October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:24 pm

স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে হাঁটেন আমলা

অনলাইন ডেস্ক :

সরকারি উচ্চপদস্থ আমলা কুকুর নিয়ে সন্ধেবেলা হাঁটবেন, তাই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হতো। ক্রীড়াবিদদের বাইরে বের করে দেয়া হতো। আমলাদের ক্ষমতার অপব্যবহারের আরেকটি নিদর্শন সামনে এলো। এই ঘটনা ভারতের দিল্লিতে। কমনওয়েলথ গেমসের সময় দিল্লিতে তৈরি হয়েছিল ত্যাগরাজ স্টেডিয়াম। এখন সেখানে ক্রীড়াবিদেরা নিয়মিত অনুশীলন করেন। কিন্তু সে তো তারা সারাদিনই করতে পারেন। উচ্চপদস্থ আমলার কুকুর নিয়ে হাঁটার সময় সন্ধেবেলা। তাই দিল্লির রাজস্ব বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জীব খিরোয়ারের জন্য সন্ধেবেলা স্টেডিয়াম থেকে সব ক্রীড়াবিদকে বের করে দেয়া হতো। স্টেডিয়ামের ট্র্যাক ওই আমলা, তার স্ত্রী ও সারমেয়র বড় পছন্দের। সেখানেই তারা হাঁটতে পছন্দ করেন। কুকুরকে দৌড় করান। দোর্দ-প্রতাপ আইএএস অফিসার বলে কথা। তার এই সামান্য ইচ্ছে পূরণ তো করতেই হবে! সেজন্য সন্ধ্যা সাতটা বাজলেই ক্রীড়াবিদদের বের করে দেয়া হতো। তারপর শুধু আইএএস অফিসার, তার স্ত্রী কুকুর নিয়ে খেলতেন। ইন্ডিয়ান এক্সপ্রেসে এই খবর প্রকাশিত হতেই হইচই শুরু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চায়। রিপোর্ট পাওয়ার পরেই ওই আইএএস অফিসার সঞ্জীব খিরোয়ারকে লাদাখে বদলি করা হয়েছে। তার স্ত্রীও আইএএস অফিসার। তাকে বদলি করা হয়েছে অরুণাচলে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন, দিল্লির সব স্টেডিয়াম ক্রীড়াবিদদের জন্য রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রচ- গরম ও রোদের জন্য ক্রীড়াবিদদের অনুশীলনে সমস্যা হচ্ছে। স্টেডিয়ামের গেট ছয়টা বা সাতটায় বন্ধ হলে তারা আরো অসুবিধায় পড়েন। তাই স্টেডিয়াম ও অনুশীলন করার জন্য যাবতীয় সুযোগ-সুবিধা রাত দশটা পর্যন্ত খোলা থাকবে।