October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 15th, 2022, 1:09 pm

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার এসআই

নোয়াখালীর সদর উপজেলায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাবেদ (৩৬) সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কাশেমের ছেলে। সে চট্টগ্রাম জেলার আরআরএফ এ সংযুক্ত রয়েছে।

মঙ্গলবার দুপুরে দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে স্ত্রীকে আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা হয়েছে। আসামিকে হালিশহর থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগে জাবেদের স্ত্রী ফাতেমা আক্তার কলি (২৫) আত্মহত্যা করে। এ ঘটনায় ২৭ মার্চ সকালে নিহতের বাবা আহছান উল্যাহ বাদী হয়ে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার দায়ে মেয়ে জামাই ও তার বন্ধুসহ ৫ জনকে আসামি করে চট্রগ্রামের হালিশহর থানায় মামলা করেন।

—ইউএনবি