October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 30th, 2021, 7:51 pm

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-র অগ্রিম টিকিট কেনার চাপে সাইটে ধস!

অনলাইন ডেস্ক :

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবির আগাম টিকিট কিনতে দর্শকেরা সোমবার রীতিমতো হামলেই পড়েছিলেন এ ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটে ধস নেমেছিল। টিকেট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯-এর পরে আর দেখা যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকেট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল। করোনাকালে বক্সঅফিসে টিকেট বিক্রির এমন চিত্র আর দেখা যায়নি। তাই ওয়েবসাইটে ধস নেমে সাময়িক অসুবিধা হলেও দারুণ খুশি প্রযোজক ও নির্মাতারা। বক্স অফিস বিশেষজ্ঞরা এতদিন আশা করছিলেন, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির এই ছবি ১০০ মিলিয়নের বেশি ব্যবসা করবে। তবে টিকেটের এত চাহিদা দেখে প্রত্যাশা আরও বেড়ে গেছে। ‘স্পাইডারম্যান’ চরিত্রে টম হল্যান্ডের তৃতীয় ছবি এটি। ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। ছবিটি ১৭ ডিসেম্বর মুক্তি পাবে।