September 24, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 26th, 2021, 6:24 pm

‘স্পাইডার ম্যান’ সিনেমায় ওয়াহিদ

অনলাইন ডেস্ক :

এর আগেও হলিউডের বেশ কিছু সিনেমায় যুক্ত ছিলেন। এবার তিনি যুক্ত হলেন বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার ম্যান’ সিনেমায়। তিনি ওয়াহিদ ইবনে রেজা। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘স্পাইডার ম্যান’ সিরিজের নতুন ছবি ‘নো ওয়ে হোম’।বিশ্বখ্যাত সুপারহিরোর এই সিনেমাটির ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে যুক্ত আছেন ওয়াহিদ। বিষয়টি ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন তিনি। গত ২৪ আগস্ট নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। ওয়াহিদ লেখেন, ‘আমি সবসময়ই ‘স্পাইডার ম্যান’র ভক্ত। আমার দেখা প্রথম সুপারহিরো বলেই নয়, ‘স্পাইডার ম্যান’র সব কিছুই আমার ভালো লাগে। ইচ্ছে ছিল কাজ করার। সেটা পূরণ হতে যাচ্ছে। ‘স্পাইডার ম্যান’র ডিজিটাল প্রডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে এতে কাজ করেছি। এটা আমার জন্য খুবই গর্বের। অসাধারণ অভিজ্ঞতাও।’ এই স্ট্যাটাসের নিচে শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন ওয়াহিদকে। ওয়াহিদ বর্তমানে নামজাদা প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনে কর্মরত আছেন। হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয় তাকে। ভিজ্যুয়াল ইফেক্টস, প্রডাকশন, ডিজিটাল, ভাষা কোচসহ নানাভাবে যুক্ত থাকছেন হলিউডের ছবির সঙ্গে। সর্বশেষ তিনি ‘এক্সট্রাকশন’ সিনেমার ভাষা কোচ ছিলেন। এ ছাড়াও হলিউডের বিখ্যাত ছবি ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন ওয়াহিদ। এছাড়া এইচবিও চ্যানেলের সিরিজ ‘গেম অব থ্রোনস’, হলিউডের ‘ফিউরিয়াস সেভেন’, ‘ফিফটি শেডস অব গ্রে’ ও ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম: সিক্রেট অব দ্য টম্ব’ ছবির ভিজ্যুয়াল ইফেক্টস টিমেও ছিলেন তিনি।