অনলাইন ডেস্ক :
নিজের মাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ খাওয়ার অভিযোগে স্পেনের আলবার্তো সানচেজ গোমেজ (২৮) নামে এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্পেনের পূর্ব মাদ্রিদে এ ঘটনা ঘটেছিল।
ওই সময় গোমেজকে আটকের পর তার মায়ের মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বাড়ির পাশ থেকে কিছু প্লাস্টিকের পাত্র থেকে উদ্ধার করা হয়।
সে সময় গোমেজ মানসিক অবসাদগ্রস্ত ছিলেন বলে দাবি করলেও আদালত তা প্রত্যাখ্যান করে।
হত্যার দায়ে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন এবং মরদেহ খাওয়ার অভিযোগে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেন।
এছাড়া এই অপরাধের জন্য আদালত গোমেজের ভাইকে ৬০ হাজার ইউরো দিতে আদেশ দেন।
স্পেনের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, গোমেজ তার মাকে হত্যার পর দুই সপ্তাহ ধরে সেই মরদেহের কিছু অংশ খেয়েছিলেন। এছাড়া সেই মরদেহ তার কুকুরকেও খাওয়াতেন।
আরও পড়ুন
চলতি অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলোর রেকর্ড পরিমাণ অর্থ ছাড়
সরকারবিরোধীতা বন্ধে এদেশে কর্মরত এনজিও’র ওপর নজরদারির উদ্যোগ
শ্রীলঙ্কায় দুই সপ্তাহ পেট্রল-ডিজেল বিক্রি বন্ধ