অনলাইন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তামিল-তেলেগু সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন পরিচালক-অভিনেতা বিজয় সেতুপাতির সঙ্গে। এ অভিনেতার সঙ্গে রাশির ব্যক্তিগত সম্পর্কও দারুণ। রাশি খান্নার একজন স্বপ্নের নায়ক আছেন, যার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চান তিনি। তার এই প্রিয় নায়কের নাম থালাপাতি বিজয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। এ বিষয়ে রাশি খান্না বলেনÑ‘থালাপাতি বিজয় খুবই মিষ্টি একজন মানুষ। সত্যি আমি তার সঙ্গে কাজ করতে চাই। কারণ এটি আমার স্বপ্ন।’ রাশি খান্নার এমন ইচ্ছে প্রকাশ্যে আসার পর, তার ভক্ত-অনুরাগীরাও শুভ কামনা জানিয়েছেন। সম্প্রতি তামিল ভাষার ‘তুগলক দরবার’, ‘আরনমানাই থ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন রাশি খান্না। বর্তমানে তেলেগু ভাষার ‘পাক্কা কমার্শিয়াল’, ‘থ্যাঙ্ক ইউ’, তামিল ভাষার ‘সরদার’, ‘থিরুচিত্রাম্বালাম’, ‘মেথাবি’, ‘শয়তান কা বাচ্চা’ ও মালায়লাম ভাষায় ‘ভ্রামাম’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ