September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 7:41 pm

স্বর্ণের ভরি লাখ টাকা ছাড়াল

ফাইল ছবি

দেশে প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকা ছাড়িয়েছে। এতে বেড়েছে সকল প্রকার স্বর্ণালঙ্কারের দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বর্ধিত দামে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ৩৩৩ টাকা। যা এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সেই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে অম্লীয় স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (২১ জুলাই) থেকে তা কার্যকর হবে।

২১ ক্যারেট কঠিন স্বর্ণের দাম ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ৪৬৪ টাকা এবং প্রচলিত স্বর্ণের দাম ৬৮ হাজার ৭০১ টাকা। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

—-ইউএনবি