October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 13th, 2023, 7:02 pm

স্বর্ণ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস

ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

কাস্টমস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ বরখাস্তের চিঠিতে সই করেছেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার ইউএনবিকে নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম শাহেদ, মো. শহিদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

২ সেপ্টেম্বর স্বর্ণ চুরির ঘটনা ঢাকা কাস্টমসের নজরে আসে এবং ৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি ঘোষণা করা হয়।

এরপর ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার মোট ওজন ৮ দশমিক ০২ কেজি এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জব্দ করা ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭ দশমিক ৪৯ কেজি, যেগুলো লকার থেকে চুরি হয়েছিল।

২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেউ স্টিলের আলমারির লকার ভেঙে সোনা চুরি করে।

চুরি হওয়া এই স্বর্ণের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

—-ইউএনবি