অনলাইন ডেস্ক :
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন খারাপের কথা শনিবার দুপুর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল। ‘লোকসভা ভোট’ দিতে সকাল সকাল এই অভিনেত্রী সবাইকে তাড়াতাড়ি তৈরি হওয়ার অনুরোধ জানিয়ে পোস্ট দেন। শনিবার দুপুরে তার বোন অজপা মুখোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে গিয়ে তিনি হতবাক। তার এবং তার বোনের নাম ভোটার তালিকাতেই নেই, তাই বুথ থেকে তাদের ফেরত চলে আসতে হয়। এরপর ঘটে ভিন্ন ঘটনা, দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই দুঃখ ভারাক্রান্ত স্বস্তিকার মেজাজ ফুরফুরে! নতুন একটি পোস্টে জানিয়েছেন, তার মন ভাল হয়ে গিয়েছে। কারণ, পহেলা জুন তার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন।
সামাজিকমাধ্যমে নিজেকে চঞ্চলের ‘সবচেয়ে বড় অনুরাগী’ বলেও দাবি করেছেন স্বস্তিকা। স্বস্তিকা মুখোপাধ্যায় এই দিন বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কালপুরুষ’-এর একটি ছবি শেয়ার করেন। চঞ্চল চৌধুরী এই সিরিজে মুখ্য ভূমিকায়। ছবির ক্যাপশনে লেখেন, এই দিন তার কাছে বিশেষ দিন। কলকাতায় যে সপ্তম দফার ভোট তার জন্য নয়, বা তার নাম ভোটারতালিকা থেকে বাদ পড়েছে তাও নয়।তার লেখায়, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার উপর তো মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন-সেই মহারাজের জন্মদিন।’
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল নিজের প্রতিভায় স্বস্তিকার হৃদয়ে বাস করেন। চঞ্চলের জন্মদিনে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। অভিনেতার প্রতিটা দিন শুভ হোক, সাফল্যের ছটায় উজ্জ্বল হয়ে উঠুক, প্রার্থনা স্বস্তিকার। অভিনেতা প্রত্যেক চরিত্রে নিখুঁতভাবে জীবন্ত হয়ে ওঠেন বলে মনে করেন এই অভিনেত্রী। দর্শকদের মতো তারও চঞ্চলকে ঘিরে মুগ্ধতা। আর ঠিক এজন্যই তিনি আরো লেখেন, ‘আমার প্রিয় শিল্পী, জেনো আমি তোমার সবচেয়ে বড় অনুরাগী।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ