October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 7:56 pm

স্বামীর বয়স প্রসঙ্গে মুখ খুললেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হলে তার স্বামীর বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে ওঠে। অনেকটা বাধ্য হয়েই তার জবাব দিলেন পূর্ণিমা। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পূর্ণিমার চেয়ে তার বয়স কম হওয়ায় সমালোচনার সূত্রপাত। এ প্রসঙ্গে পূর্ণিমা গণমাধ্যমে জানান, বিয়ের আগে থেকেই তিনি এ ধারণা করেছিলেন। এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। পূর্ণিমা বলেন, ‘যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না। তাদের মন খিটখিট করবে। আমাকে দুই-তিনটা গালি দিতে না পারলে উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি।’ সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার ছবিতে গালমন্দ করে যারা কমেন্টস করছেন তাদের শুভ কামনা জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক।’ গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিয়ে।