ষ্টাফ রির্পোটার :
সীমিত পরিসরে খাবার হোটেল হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি সীমিত পরিসরে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে। চার দফা লকডাউনের মেয়াদ আজ ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।
রোববারে মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। এতে আগের সব বিধিনিষেধ বহাল রাখার কথাও বলা হয়েছে।
আরও পড়ুন
ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৯৫০
সিরিয়ার পূর্বাঞ্চলে দুই দিনের সংঘর্ষে নিহত অন্তত ২৫
পাকিস্তানে রকেট শেল বিস্ফোরণে শিশুসহ নিহত ৯