বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
নির্মল উচ্চ রক্তচাপে ভুগছিলেন এবং অসুস্থ হয়ে পড়লে ১২ জুন তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, ১৬ জুন তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
নির্মল রঞ্জন গুহ স্ত্রী ও দুই ছেলে ও অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নূরে আলম সিদ্দিকীর অবদান পরবর্তী প্রজন্ম শ্রদ্ধাভরে স্মরণ করবে: প্রধানমন্ত্রী
সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী আর নেই
সংলাপে নয়, অনানুষ্ঠানিক বৈঠকে বিএনপিকে আমন্ত্রণ: সিইসি