অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তরুণ ও নারীদের চালিকাশক্তি হিসেবে তৈরি করতে গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজের জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার তরুণ-তরুণীকে উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনে প্রশিক্ষণ দেবেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, ‘আমরা অবকাঠামো তৈরি করছি এবং স্টার্টআপ এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য উপযোগী সুবিধা প্রদান করছি।’
অর্থমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য দেশে ও বিদেশে চাকরির সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, তারা তরুণদের চাকরি পাওয়ার প্রথাগত মানসিকতা থেকে বেরিয়ে এসে কর্মসংস্থানের জন্য বিভিন্ন ক্ষেত্র খুঁজতে এবং সমাজে অবদান রাখতে উদ্বুদ্ধ করতে চান।
একই সঙ্গে তিনি বলেন, তারা সঠিক প্লাটফর্ম তৈরি করতে চান। ‘সাধারণ, প্রযুক্তিগত, বৃত্তিমূলক এবং সারা জীবন শিক্ষার জন্য বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে অনলাইন শিক্ষার সুযোগ তৈরি এবং প্রসারিত করা হচ্ছে।’
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম