October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:18 pm

স্মৃতিকাতর তরুণ নায়িকা জাহারা মিতু

অনলাইন ডেস্ক :

চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’। ঢাকার বহুল আলোচিত হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছেন তিনি। কিন্তু অজ্ঞাত কারণে ছবিটিকে ‘নিষিদ্ধ’ ঘোষণা দেয় সেন্সর বোর্ড! বছরের পর বছর যায়, ফারুকী ও সতীর্থরা নানাভাবে আবেদন করে যাচ্ছেন, কিন্তু ফল কিছুই হয় না। বিপরীতে একই ঘটনার রেশ ধরে নির্মিত বলিউডের ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। ফারুকীর দাবি, এই ছবিটির আগেই যেন তার ছবিটি মুক্তি দেওয়া হয়। অনেকটা একই দাবি নিয়ে স্মৃতিকাতর তরুণ নায়িকা জাহারা মিতু। ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি জানিয়ে তিনি জানান, হলি আর্টিজান বেকারিতে যেদিন (২০১৬ সালের ১ জুলাই) হামলাটি হয় সেদিন তার জন্য একটি টেবিল বুকিং ছিল। সেদিন যদি তিনি মাঝপথে বাসায় না নেমে যেতেন, তবে তিনি হয়তো মারা যেতেন। মিতুর ভাষ্যে, ‘হলি আর্টিজানের ঘটনার বছর আমি ইসলাম গ্রুপে কর্মরত ছিলাম। ডেনমার্ক থেকে সেদিন জেডিওয়াই ব্র্যান্ড ম্যানেজার পারনিল ও ক্রিসটিন এসেছিলেন ফ্যাক্টরি ভিজিট করতে। আমি, মার্চেন্ডাইজিং ম্যানেজার আমিনুর ভাই এবং বায়ার দুজন মিটিং শেষ করে আশুলিয়ার জামগড়া থেকে একটি প্রাইভেটকারে রওনা দিলাম গুলশানের উদ্দেশে। গন্তব্য হলি আর্টিজান। আগে থেকেই আমাদের নামে টেবিল বুকিং দেওয়া ছিল। ওখানকার ফ্রেঞ্চ ব্রেড আমাদের ইউরোপিয়ান বায়ারদের খুব পছন্দের ছিল। সেজন্যই সেখানে যাওয়া।’ সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে মিতু আরও বলেন, ‘‘সেদিন আশুলিয়া থেকে কিছু দূর এগোনোর পর আমার পেটে ব্যথা শুরু হলো। আমিনুর ভাইয়ের কানে কানে বললাম, ‘আজ আমার না গেলে হয় না?’ উনি বললেন, ‘স্যার তো রাগ করতে পারেন। দায়িত্ব তো আপনার।’ জানি না আমার সেই গলার স্বর পার্নিল বুঝতে পেরেছিলেন কিনা? তিনি বললেন ‘আজ আর আমরা বাইরে না বসি। হোটেল থেকেই কিছু একটা অর্ডার করে খেয়ে নেবো।’ সেদিন এভাবেই আমাদের রক্ষা। আমি নেমে গেলাম উত্তরায় আমার বাসার সামনে।’’ জাহারা মিতু জানান, এরপর তিনি বাসায় ফিরে ইফতার করেন, মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলো ছোটবোনের কান্নায়। কারণ, ততক্ষণে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা প্রকাশ পেয়েছে। ছোট বোন বাইরে থেকে ফিরে বাসায় জাহারা মিতুকে দেখে আনন্দের কান্নায় ভেঙে পড়েন। জাহারা বলেন, ‘এখনও ভাবি যদি সত্যিই ওখানে সেদিন যাওয়া হতো! আমি কি বেঁচে থাকতাম? আমি আর আমিনুর ভাইকে হয়তো দয়া করে ছেড়ে দিলেও দিতো, বায়ার দুজন কি বাঁচতো? এই ঘটনার পর থেকে কোনো রেস্টুরেন্টে বসে থাকা আমার কাছে সেইফ মনে হয় না। আমি খুব আতঙ্কে থাকি রেস্টুরেন্টে গেলে, একটা মানসিক ট্রমা বলা যেতে পারে।’ মিতু মনে করেন, যে ঘটনার প্রত্যক্ষ ছাপ তার জীবনে রয়েছে, সেই ঘটনা নিয়ে সিনেমা অবশ্যই তিনি দেখতে চান। তার ভাষ্যে, ‘‘ফারাজকে নিয়ে যখন অন্য ইন্ডাস্ট্রি ছবি বানায়, তবে এটাও ভালো লাগবে যদি সেই সঙ্গে ‘শনিবার বিকেল’টাও আমরা দেখতে পারি। ‘শনিবার বিকেল’ মুক্তি পাক, যদি কোনো সংশোধনের জায়গা থাকে, তবে সেটাও করা হোক।’’ উল্লেখ্য, এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার প্রমুখ। অন্যদিকে ‘ফারাজ’ নির্মাণ করেছেন বলিউডের হানসাল মেহতা। যিনি ‘শহীদ’, ‘আলিগড়’, ‘সিটিলাইটস’র মতো সিনেমা ও ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ দিয়ে খ্যাতি পেয়েছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বার প্রমুখ।