ষ্টাফ রির্পোটার :
২০১৮ সালে উৎক্ষেপণের পর থেকে দেশি টেলিভিশনগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার চালাচ্ছে দেশিয় চ্যানেলগুলো। এর আগে, চ্যানেলগুলো সিঙ্গাপুরভিত্তিক স্যাটেলাইট ব্যবহার করত। সেখানে ভাড়া অগ্রিম পরিশোধে বিষয় ছিল না।
স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বেসরকারি টেলিভিশন এসএ টিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার (২০ মে) মধ্যরাতে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধ করে দেয় স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। পরে, ভাড়া পরিশোধ করায় এসএ টিভি সম্প্রচার চালু হলেও এখনও বন্ধ রয়েছে চ্যানেল নাইন।
শুক্রবার (২১ মে) বেলা পৌনে ২টার দিকে এসএ টিভির সম্প্রচার চালু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এসএ টিভির ডেপুটি হেড অব নিউজ বেলাল হোসেন।
আর বিএসসিএল এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানান, ‘চ্যানেল দুটির সামান্য কিছু টাকা বাকি পড়েছিল, এজন্য সম্প্রচার বন্ধ করেছিলাম ‘ তিনি আরও বলেন, ‘চ্যানেল নাইনও রোববার সকালের দিকে ঠিক হয়ে যাবে।’
(সূত্র সময় নিউজ র্পোটাল)
আরও পড়ুন
গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে: রাষ্ট্রপতি
আইএমও কাউন্সিলের জন্য ১ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন মন্ত্রিপরিষদে