December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 4th, 2024, 8:07 pm

স্যান্ডো গেঞ্জি-শর্টস পরে আমিরকন্যাকে বিয়ে করলেন নূপুর

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরকে বিয়ে করলেন বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান। ৩ জানুয়ারি সন্ধ্যায় পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনের উপস্থিতিতে আইনি মতে বিয়ে সম্পন্ন হয়েছে ইরা-নূপুরের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সম্পন্ন হয় ইরা-নূপুরের বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে আমিরের প্রথম স্ত্রী রিনার বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল। প্রথমে কালো স্যান্ডো গেঞ্জি পরে বর বিয়ে করতে এলেও, পরে বদলে নেন পোশাক। রেজিস্ট্রি বিয়ে করল ইরা আর নূপুরের। আর বিয়ে সেরে বাড়ির বাইরে এসে উপস্থিত ফটোসাংবাদিকদের উদ্দেশে ছবির জন্য পোজ দিতে দেখা গেল নব দম্পতিকে।

এসময় ইরার পরেছিলেন নীল ও গোলাপির কম্বিনেশনে তৈরি ডিজাইনার পোশাক। আর নূপুর তার কালো স্যান্ডো গেঞ্জি বদলে নিয়েছিলেন নীল রঙের শেরওয়ানি দিয়ে।বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়েছিল কয়েকদিন আগে থেকেই। হলুদ, সংগীত, মেহেদির অনুষ্ঠান হয়েছে তাদের।মুম্বাইতে আইনি বিয়ে সারলেও ৮ জানুয়ারি উদয়পুরে রয়েছে জমকালো বিয়ের অনুষ্ঠান। তারপর ১৩ জানুয়ারি মুম্বাইতে রয়েছে বউ ভাতের অনুষ্ঠান। ওই দিনই আমন্ত্রিত থাকবের বলিউডের তারকারা।নূপুর এবং ইরা প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করলেন। ২০২০ সালে তারা একে অন্যের প্রেমে পড়েন। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা।