অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল শেষ করেই ঢাকায় বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দুই দিন কেটেছে সাকিব আল হাসানের। সেই ব্যস্ততা শেষে গত সোমবার রাতে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে অনুশীলনে নেমে পড়েন বাঁহাতি এই অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি হয়ে উঠলেন পেসার! আফিফ হোসেনের বিপক্ষে সাকিব করলেন পেস বোলিং, তাও আবার স্লিপে তিন জন রেখে! মঙ্গলবার ব্যাটিংয়ে সাকিবের মহড়া ঠিকঠাক মনে হলেও বোলিং অনুশীলনটা আঁটসাঁট বলা যাবে না। নেটে ব্যাটিংয়ে লম্বা সময় কাটিয়েছেন। শুরুতে স্পিনারদের খেলার পর পেস বোলারদের মোকাবিলা করেন তিনি। এরপর যা করলেন তা রীতিমতো অপ্রত্যাশিত! ব্যাটিং অনুশীলনের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বল হাতে নেন সাকিব। উত্তর প্রান্তের নেটের একপাশে দাঁড়িয়ে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের বোলিং দেখছিলেন তিনি। এরপর নেটে আফিফ হোসেন যেতেই বল হাতে তুলে নেন সাকিব। পেসারদের মতো সিম গ্রিপের মাধ্যমে বোলিং করলেন বাঁহাতি এই স্পিনার। উপস্থিত সবার চোখ তখন কপালে! আফিফকে প্রায় দুই ওভারের মতো পেস বোলিং করেন সাকিব। হালকা রানআপ নিয়ে নিজের চেনা বোলিং অ্যাকশনেই ছুড়েছেন বল। দুই ওভারের মধ্যে একটি বলে আফিফকে আউট করতে পেরেছেন সাকিব! তার করা অফস্টাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন আফিফ। জুনিয়র সতীর্থদের আউট করে উদযাপন করছিলেন সাকিব। কিন্তু ক্রিজ থেকে বেরিয়ে আপত্তি জানালেন আফিফ। তার যুক্তি, ‘ভাই, বল তো স্লিপ দিয়ে বেরিয়ে যাবে।’ সাকিবের পাল্টা উত্তর, ‘আমি তো স্লিপ নিয়ে বোলিং করছি। একটা না, তিনটা স্লিপ রেখেছি।’ অদৃশ্য সেই স্লিপ ফিল্ডারের হাতে বল ধরা পড়ায় সাকিব পেস বোলিংয়ে পেলেন নিজের প্রথম উইকেট!
আরও পড়ুন
শেষ ম্যাচ ও বিশ্বকাপ নিয়ে যা বললেন শান্ত
নিগারদের হাত ধরে বাংলাদেশের প্রথম পদক
বিপিএলের দশম আসরে দল পেলেন না যারা