September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 11th, 2021, 1:31 pm

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে সাই ধরম তেজ

মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ সাই ধরম তেজ। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে এই দক্ষিণী তারকাকে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হায়দরাবাদের দুর্গমচেরুভু কেবল ব্রিজের ওপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী অভিনেতাই। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হায়দরাবাদের সড়কে দুরন্ত গতিতে স্পোর্টস বাইক চালাচ্ছিলেন তিনি। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর রাস্তার পিচে তার মোটরসাইকেলের চাকা স্কিড করে। এতে দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণ -এর মতো দক্ষিণের নামি তারকারা। হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছে সাইয়ের। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, চোট গভীর হলেও অভিনেতার মস্তিষ্ক, মেরুদ- বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। তবে কলার বোনে ফ্র্যাকচার হয়েছে এবং বেশ কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘মেডিক্যাল স্টেবল’ তাই রয়েছেন সাই। আপতত কোনো রকমের অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।