September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 22nd, 2023, 8:33 pm

হজ করতে দেশ ছেড়েছেন রিয়াদ

অনলাইন ডেস্ক :

পবিত্র হজ পালন করতে বৃহস্পতিবার (২২ জুন) দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে মক্কার (২২ জুন) উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াদের স্ত্রী। তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে রিয়াদের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে রিয়াদের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই রিয়াদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন রিয়াদ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি।

তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা। কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে রিয়াদ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।