সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য শুক্রবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতিকে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকালে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ ও কিংডম অব সৌদি আরবে(কেএসএ) নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি।
সেখান থেকে ভিভিআইপি প্রতিনিধি দলকে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে বাসস্থানে নিয়ে যাওয়া হয়।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ফ্লাইটে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।
পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাজার জিয়ারত করতে মদিনায় যাবেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ৩ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২