December 10, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 8:03 pm

হঠাৎ হাজির হলেন ভারতের নিখোঁজ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক :

চাঁদাবাজির অভিযোগ ওঠার পর মুম্বাই শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়া ভারতের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা কয়েক মাস পর হঠাৎ প্রকাশ্যে হাজির হয়েছেন। মুম্বাইয়ের সাবেক পুলিশ প্রধান ৫৯ বছর বয়সী পরমবীর সিং বৃহস্পতিবার স্থানীয় একটি থানায় হাজির হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দুই দিন আগে পরমবীর সিং এর গ্রেফতার থেকে সুরক্ষার আবেদন মঞ্জুর করে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাকে তদন্তে সহায়তার আদেশ দেওয়া হয়। সর্বশেষ গত মে মাসে মুম্বাই শহরে প্রকাশ্যে দেখা যায় এই পুলিশ কর্মকর্তাকে। তবে তারপর থেকে এই পুলিশ কর্মকর্তা কোথায় ছিলেন তা জানা যায়নি। তবে তার আইনজীবী গত সোমবার শীর্ষ আদালতকে জানান পরমবীর সিং অবশ্যই ভারতেই আছেন। কিন্তু মহারাষ্ট্র রাজ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন আশঙ্কায় লুকিয়ে আছেন। গত বুধবার বেশ কয়েকটি সম্প্রচারমাধ্যম দাবি করে পরমবীর সিং তাদের জানিয়েছেন তিনি চন্দ্রিগড় শহরে আছেন। সেখানেই তার পারিবারিক বাড়ি। আর খুব শিগগিরই তিনি মুম্বাই ফিরবেন। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অন্তত চারটি ভিন্ন চাঁদাবাজির মামলা দায়ের হয়। রিয়েল এস্টেট, হোটেল ব্যবসায়ীরা এসব মামলা দায়ের করেন। মহারাষ্ট্র সরকার গঠিত একটি প্যানেলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন পরমবীর সিং। এর পরিবর্তে তার আইনজীবীরা তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে।