October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 4th, 2023, 7:38 pm

হবিগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ নিহত ৩

হবিগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। রবিবার (৪ জুন) সকালে শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় প্রাইমারি স্কুলের সামনে ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় আহত কয়েকজনকে পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি চালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও এলাকার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।

তবে এলাকাবাসীর দাবি- উন্নয়ন কাজের জন্য সড়কে রাখা পাথরের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মর্ডান পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। এ সময় বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, সড়কে পাথর রাখার কারণে সিএনজি এবং বাস একই লেনে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

সুরতহাল শেষে লাশগুলো হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

—-ইউএনবি