November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 19th, 2023, 7:53 pm

হরতালে ঢাকায় ২ বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা দেশব্যাপী হরতালের মধ্যে মঙ্গলবার সকাল ও দুপুরে রাজধানীর খিলগাঁও ও গুলিস্তান এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের কাছে রব রব পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, মোটরসাইকেলে আসা দুই যুবক বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এদিকে দুপুর ১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, দুপুর সোয়া ১টার দিকে সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে।

এছাড়া হরতালের ঠিক এক ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হন।

—–ইউএনবি