October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 7:10 pm

হরভজনকে ডক্টরেট ডিগ্রি প্রদান

অনলাইন ডেস্ক :

ক্রিকেট ক্যারিয়ার বলতে গেলে শেষ হয়ে গেছে। একদিন আগেই তিনি ভবিষ্যতে বাইশ গজে না খেলার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের হরভজন সিংয়ের অর্জন কম নয়। সেই সাফল্যকে স্বীকৃতি দিতে এবার হরভজনকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ফ্রান্সের ইকোলে সুপিরিয়র রবার্ট দে সরবর্ন বিশ্ববিদ্যালয়। ‘ক্রীড়া’ ক্যাটাগরিতে সম্মানসূচক এই ডিগ্রি পেয়েছেন হরভজন। সম্প্রতি এক সমাবর্তন অনুষ্ঠানে হরভজনকে সেই সম্মান দেওয়া হয়। দুর্ভাগ্যবশত, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলতে ব্যস্ত থাকায় ৪১ বছরের তারকা ফ্রান্সে উপস্থিত থাকতে পারেননি। ফ্রান্সের সরবর্ন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্বদের ডক্টরেট উপাধি দেওয়া হয়। ফরাসি ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নজিরবিহীন সম্মান পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি হরভজন। ক্রিকেট.কম-কে হরভজনকে বলেছেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান সম্মান প্রদর্শন করে, তাহলে বিনয়ের সঙ্গে সেই সম্মান গ্রহণ করা উচিত। এতদিন ধরে ক্রিকেট খেলার পরে সমর্থকদের উপচে পড়া ভালোবাসা নিয়ে এগিয়েছি। সেই জন্যই আমাকে ডক্টরেট প্রদান করা হয়েছে। ভীষণই সম্মানিত বোধ করছি।’