October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 5th, 2023, 3:45 pm

হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম প্রদর্শক সমিতির

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। দেশে মুক্তির সবুজ সংকেত পেয়ে হলগুলোও সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলো। শুধু তাই নয়, বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজেও টুইটে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির খবর জানিয়েছিলেন! ২৪ ফেব্রুয়ারি ও ৩ মার্চ দু’দফায় মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত দেশের মুক্তির অনুমতি পায়নি হিন্দি ছবি ‘পাঠান’। এতে হতাশ হয়েছে সিনেমা হল মালিক সমিতি। বাধ্য হয়ে সংগঠনটি শনিবার ইস্কাটনে সংবাদ সম্মেলন করে সিনেমা হল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেয়! সংবাদ সম্মেলনে তারা জানায়, বছরে ১০টি হিন্দি ছবি মুক্তির অনুমতি না দিলে সিনেমা হল বন্ধ করে দেবেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে সবুজ সংকেত পাওয়ার পরও হিন্দি ছবি আনার লিখিত ছাড়পত্র পাওয়া যায়নি। তিনি বলেন, ‘হাওয়া’, ‘পরাণ’ ছাড়া গত বছর সেভাবে তেমন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে ব্যবসা করেনি। এভাবে চলতে থাকলে দেখবেন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাবে। সেখানে আরও জানানো হয়, টেকনিক্যাল কারণে হল বন্ধ করে দেয়ার নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে যে কোনো দিন একে একে সব সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস এর মালিক মির্জা আবদুল খালেক বলেন, গত বছর ৪০টি ছবি প্রদর্শন করেছি। যার মধ্যে শুধু ‘হাওয়া’ ও ‘পরাণ’ ভালো ব্যবসা করেছে। তিনি বলেন, শুক্রবার সরকারি অনুদানপ্রাপ্ত একটি ছবি চালিয়েছি। যা মাত্র ১২ জন দেখেছে। এই অবস্থায় আমাদের হল খোলা রাখা সম্ভব না। যদি হিন্দি ছবি না আসে তবে আমাদের হল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। হল মালিক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, এমতাবস্থায় সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না বিধায় বন্ধ করে দেওয়াই শ্রেয় বলে মনে করি। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, সংস্কৃতি সমাজ কল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক আর এম ইউনুস রুবেল উপস্থিত ছিলেন।