নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ নভেম্বর) এই আদেশ দেন। আদালতে সাংবাদিক শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এর আগে গত রোববার শাকিল আহমেদ এই জামিন আবেদন করেন। এর আগে গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক রাজধানীর গুলশান থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন: নিখোঁজ প্রার্থীর সন্ধান চেয়ে স্ত্রীর আবেদন
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির পাম্প হাউজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭
ফের আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা, মূলফটকে তালা