September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 26th, 2022, 8:08 pm

মোহাম্মদপুরে ফ্ল্যাট থেকে দম্পতির লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, সৌদি প্রবাসী নোমান (৩২) এবং তার স্ত্রী শামিমা (২৪)। তারা প্রায় এক বছর আগে বিয়ে করেছেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, রবিবার রাতে ফ্ল্যাটের নিরাপত্তারকর্মীরা অনেকক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নোমানকে এবং ফ্লোরের বিছানায় শামীমার লাশ দেখতে পায়।

আবদুর রব বলেন, পারিবারিকভাবে বিয়ে মেনে না নেয়ায় এই দম্পতি সমস্যায় ছিলেন।

পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যা।

তিনি আরও বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

—ইউএনবি