October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 28th, 2022, 1:16 pm

হাতিরঝিলে লাইভ কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন

অনলাইন ডেস্ক :

কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস আগামী শনিবার ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে একটি লাইভ কোরিয়ান মিউজিক কনসার্টের আয়োজন করেছে। সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরীয় ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগানের লাইভ পারফরম্যান্স উপস্থাপন করবে। ঐতিহ্যবাহী কোরিয়ান মিউজিক ইনস্ট্রুমেন্ট যেমন গেজিয়াম, জাংগু (ড্রমি) এবং তাপেইয়ংসোর (বাঁশি) পাশাপাশি বেস গিটার, কিবোর্ড পিয়ানো এবং ড্রামের মতো পশ্চিমা যন্ত্রগুলো তাদের পারফরম্যান্সের সময় বাজানো হবে। আরটিভির সহযোগিতায় দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, ২০২০ সালের কভিড মহামারির প্রাদুর্ভাবের পর দূতাবাসের আয়োজনে ঢাকায় এটিই বহিরঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত। কনসার্ট দেখতে কোনো ফি দিতে হবে না। যে কেউ আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট ছাড়াই কনসার্ট উপভোগ করতে পারবেন।