অনলাইন ডেস্ক :
বাংলাদেশের ক্রিকেটে আবারও শুরু হতে যাচ্ছে চন্দিকা হাথুরাসিংহের যুগ। চলতি মাসের ২০ তারিখেই তার দায়িত্ব নেওয়ার কথা। দেশের ক্রিকেটঙ্গনে গুঞ্জন- ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখতে এবং দলে শৃঙ্খলা ফেরাতে হাথুরুকে ফের আনা হচ্ছে। কারণ শ্রীলঙ্কান এই কোচ ‘কড়া হেডমাস্টার’ হিসেবে পরিচিত। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, হাথুরা মোটেও কড়া হেডমাস্টার নন। বরং তিনি খুব ভালো মানুষ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা টাইগার্সের অনুশীলন শেষে দলটির কোচ সুজন সাংবাদিকদের বলেন, ‘খুব ক্লিন ড্রেসিংরুম ছিল হাথুরার সময়ে। আমরা সবসময় একটা কথা বলি, মিডিয়াতেও শুনি যে হাথুরাসিংহেকে কড়া হেডমাস্টার বলা হয়। কিন্তু আমার মনে হয় তিনি মোটেও কড়া হেডমাস্টার নন। যেরকম করে আমরা বলি, সেরকম কিন্তু সে না আসলে। ও যেটা করেৃ আমি আসলে কী চাই? আপনি আমার পেছনে কথা না বলে সামনে কথা বলেন- এটা তো ভালো মানুষের লক্ষণ। আমি তো মনে করি হাথুরা ভালো মানুষ। হাথু কখনো পেছন থেকে কথা বলে না, হাথু যা বলে সামনাসামনি বলে।’ সুজন আরও বলেন, ‘পেছনে গসিপিংয়ের চেয়ে একটা খেলোয়াড়কে যদি সামনাসামনি বলেন যে- তোমার কাছে আমি এটা চাই কিংবা তোমার এই জিনিসটা ভালো না- এতে আমি খারাপ তো দেখি না। এতে যদি সে কড়া হেডমাস্টার হয়ে যায়, তাহলে কড়া হেডমাস্টার। আমি বাংলাদেশে অনেক কোচের সঙ্গে কাজ করেছি, যারা সামনে একরকম বলে, পেছনে আরেকরকম। কিন্তু হাথুর এই গুণটা আমার দারুণ লাগে যে- সে যা বলে সামনে বলে।’ হাথুরাসিংহে দলের মাঝে বিভাজন তৈরি করেন না বলে জানান সুজন, ‘যেমন সাকিব-তামিম অবশ্যই আমাদের বড় খেলোয়াড়, কিন্তু হাথুরা টিমের মধ্যে এই বিভাজনটা তৈরি করে না। একটা তরুণ খেলোয়াড়ের যে সম্মানটা পাওয়া উচিত, সেটা হাথু সবসময় সবাইকে দিয়েছে। আরেকটা বিষয় আমি নেগেটিভ সেন্সে নিতে চাই না, তখন হাথুও ইয়ং ছিল, আমাদের দলের অবস্থা খারাপ ছিল, জিততে পারছিলাম না, তাই অনেককিছু পরিবর্তন করতে হয়েছে। কিন্তু এখন তো পরিস্থিতি অন্যকরম, হাথুও এখন অনেক ম্যাচিওর। আমি মনে করি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ওর অধীনে আমর খারাপ করব না, ভালো করারই কথা।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা