October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 20th, 2022, 7:33 pm

হামবুর্গকে হারিয়ে জার্মান কাপের ফাইনালে ফ্রেইবার্গ

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় বিভাগের ক্লাব হামবুর্গকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মত জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে ফ্রেইবার্গ। মঙ্গলবার অনুষ্ঠিত সেমি-ফাইনালে ৩-১ গোলে জয়লাভ করেছে তারা। ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল করেছে ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই চার বছর ধরে দ্বিতীয় বিভাগে খেলা হামবুর্গের উপর প্রভাব বিস্তার করে রেখেছিল বুন্দেসলিগার ক্লাব ফ্রেইবার্গ। ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যেই ক্লাবটির হয়ে পরপর গোল করেন নিলস পিটারসেন, নিকোলাস হোফেলার এবং ভিনসেঞ্জো গ্রিফো। অপরদিকে শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে হামবুর্গের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন রবার্ট গ্ল্যাটজেল। খেলা শেষে হোফেলার বলেন,‘ এটি বিশাল। আমরা ইতিহাস রচনা করেছি। ফ্রেইবার্গ এর আগে কখনো ফাইনালে খেলতে পারেনি। আমাদের এখনো আরো অনেক কিছু অর্জন করার সুযোগ আছে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কারা আসছে সেটি আমার বিবেচ্য নয়। আমরা শুধু জয়লাভ করতে চাই।’ আগামী ২১ মে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল ম্যাচ। যেখানে পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। কারণ ফ্রেইবার্গ যেমন এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলেনি, তেমনি অপর সেমি-ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বি ইউনিয়ন বার্লিন ও আরবি লিপজিগও এর আগে এই শিরোপা জয় করতে পারেনি। শেষ চারে ঠাই পাওয়া ক্লাবগুলোর মধ্যে একমাত্র হামবুর্গ এর আগে কাপ ট্রফি ঘরে তুলেছে। তাদের তিন শিরোপার শেষটি জয় করেছে ১৯৮০ সালে।