September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 16th, 2022, 7:25 pm

হারানো বন্ধুকে ফিরে পেয়ে অশ্রুসিক্ত সুমন

অনলাইন ডেস্ক :

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন গত শনিবার বিকেল ৫টায় ভূমিকা ছাড়াই শুরু করেন গান। এরপর বেশ কয়েকটি গান শোনান তিনি। তার সুরের মূর্ছনায় মুগ্ধ হন শ্রোতারা। সুমনের গান শুনতে আসেন বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী রুনা খানসহ অনেক তারকা। এদিন সন্ধ্যায় গানের ফাঁকে তিনি জনান, যখন জার্মানে বেতারের বাংলা বিভাগে চাকরি করতেন, কাজ করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি কয়েকজন সাংবাদিকের সঙ্গে। সেই সাংবাদিকদের নাম-স্মৃতি এখনও কবীর সুমনের মনে জ¦লজ¦ল করছে। তাদের নাম বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন, জানালেন কেউ চলে গেছেন না ফেরার দেশে, কেউ অন্য দেশে। আর একজন এখনও ঢাকাতেই আছেন, তার নাম শাহজাহান ফারুক। সুমন যখন বললেন, আমি জানি না, শাহজাহান ফারুক এখানে আছেন কিনা। কথা শেষ না হতেই দর্শক সারি থেকে একটি হাত উঁচুতে উঠলো, আশপাশ থেকে সজোরে বলা হলো, আছে। বিস্মিত হলেন কবীর সুমন। বসা থেকে নিজে নিজে উঠতে পারেন না। স্টেজের কিনারে থাকা লোকজনকে ডাক দিয়ে বললেন, আমাকে ধরো, দাঁড়াতে হবে। সেই সঙ্গে সাংবাদিক শাহজাহান ফারুককেও মঞ্চে উঠে আসতে বলেন। হারিয়ে ফেলা সেই বন্ধুকে পেয়ে জড়িয়ে ধরেন সুমন। আবেগে ভাসেন, তার চোখ ছলছল করে। অকপটে জানালেন, খুব কষ্টে কান্না চেপে রাখছেন। কিন্তু না, পুরোটা পারলেন না। অগত্যা রুমাল দিয়ে চোখজোড়া মুছতেই হলো সুমনকে। মোছা শেষে মৃদু হেসে বললেন, জীবনটা কি সুন্দর না!