October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 8:27 pm

হারানো ভালোবাসার সন্ধানে দর্শনা ও ঋষিরাজ

অনলাইন ডেস্ক :

জীবনের নানা জটিলতায় কৈশোরের অনেক প্রেমই পরিণতি পায়না। পরিস্থিতির কারণে একটা সময় আলাদা হতে হয়। বাস্তব জীবনে এমনটাই হয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার এবং ঋকের সাথে। বহু বছর পর তাদের দুইজনকে একত্র করতে যে অগ্রণী ভূমিকা রেখেছে তাদের দুই বন্ধু। সেই কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন পরিচালক সায়ন বসু চৌধুরী। সিনেমার নাম ‘কতবার ভেবেছিনু’। সিনেমাটিতে পায়েল সরকার তার নিজ নামে অভিনয় করেছেন। অন্য দিকে ঋকের চরিত্রে দেখা যাবে ঈশান মজুমদারকে। এই জুটির দুই বন্ধুর চরিত্রে অভিনয় দেখা যাবে দর্শনা বণিক এবং ঋষিরাজকে।

কলকাতার একটি গণমাধ্যমকে সিনেমাটির পরিচালক বলেন, ‘‘একটা খোঁজকে কেন্দ্র করে গল্পটা এগোয়। সেখানে যেমন প্রেম রয়েছে, তেমনই রহস্যও রয়েছে।’’ প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন পায়েল এবং ঈশান। এর আগে একই পরিচালকের ‘ভোরের আলো’ সিনেমাতে অভিনয় করেছিলেন পায়েল। সেই সিনেমাও মুক্তির অপেক্ষায়। এই সিনেমাতে পায়েলকে পেয়ে আনন্দিত পরিচালক। তিনি বলেন, ‘‘পায়েল অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। ছবির পরিকল্পনার সময়ে ওঁর কথাই মাথায় আসে। ’’ সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন আয়ুষ দাস এবং অনুমিতা দত্ত।পরিচালকের সঙ্গে ছবির চিত্রনাট্য লিখেছেন অতনু। প্রযোজনায় ইমেজ এন্টারটেনমেন্ট। জানা যায়, ছবিটি আগামী বছরের শুরুতে মুক্তি পেতে পারে। সূত্র- আনন্দবাজার