অনলাইন ডেস্ক :
ক্যারিবীয় সফরে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য বুধবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। দলে রাখা হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো বড় তারকাদের। ওয়েস্ট ইন্ডিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টি-টোয়েন্টি খেলবে ভারত। সিরিজে হার্দিকের সহকারী হিসেবে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। টি-টোয়েন্টি সিরিজের দলে নেই রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজও। স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিবেন যুজবেন্দ্র চাহাল। তার সঙ্গে আছেন কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেল।
আর পেস বোলিংয়ে আছেন আর্শ্বদ্বীপ সিং, উমরান মালিক ও মুকেশ কুমার। আছেন আবেশ খানও। ৩ আগস্ট শুরু হবে ভারত-উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ, চলবে ১৩ আগস্ট পর্যন্ত।
ভারতের স্কোয়াড : ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শ্বদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’