December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 11th, 2022, 7:47 pm

হালান্ডের সাথে চুক্তি চূড়ান্ত করলো সিটি

অনলাইন ডেস্ক :

বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ তুর্কি আর্লিং ব্রট হালান্ডের সাথে চুক্তির সবকিছু চূড়ান্ত করেছে ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে আলোচিত অধ্যায়ের অবসান হলো। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির পক্ষ থেকে এক বিবৃবিতে বলা হয়েছে আগামী ১ জুলাই হালান্ডের সাথে চুক্তির বিষয় চূড়ান্ত করতে বরুসিয়ার সাথে সমাঝোতা হয়েছে। ক্লাব এখন হালান্ডের সাথে ব্যক্তিগত চুক্তির বিভিন্ন শর্তাবলী চূড়ান্ত করার কাজ করছে। এর বেশী কিছু বিবৃতিতে জানায়নি সিটিজেনরা। তবে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যমের দাবী ৭৫ মিলিয়ন ইউরোতে ইতিহাদ স্টেডিয়ামে নাম লেখাতে যাচ্ছেন হালান্ট। ২১ বছর বয়সী এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে দলে নিতে গত বছর থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ক্লাবের রেকর্ড গোলদাতা সাার্জিও আগুয়েরো চলে যাবার পর থেকেই একজন বিশেষজ্ঞ স্ট্রাইকারের খোঁজে ছিল সিটি। পেপ গার্দিওলার দল এই জায়গায় অবশ্য হাই প্রোফাইল ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে টটেনহ্যাম হটস্পার থেকে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা করেও সফল করতে পারেনি। এর আগে হালান্ডের বাবা আলফ-ইনগেও ২০০০-০৩ সাল পর্যন্ত সিটিতে খেলেছেন। ২০২০ সালের জানুয়ারি আরবি সালজবার্গ থেকে ডর্টমুন্ডে যোগ দেবার পরে থেকেই তাকে নিয়ে হইচই পড়ে যায়। জার্মান জায়ান্টদের জয়ে ৮৮ ম্যাচে এ পর্যন্ত হালান্ড করেছেন ৮৫ গোল। এর আগে দিনের শুরুতে হালান্ডের চুক্তি প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সবাই পরিস্থিতি বুঝতে পারছে। আমি এখনই এ নিয়ে কিছু বলতে চাইনা। কারণ আগামী মৌসুম নিয়ে আগাম কথা বলতে আমি পছন্দ করিনা। বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটি আমাকে জানিয়েছে চুক্তির বিষয় পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন কথা না বলতে।’ এবারের মৌসুমে প্রায়ই কোন স্বীকৃত স্ট্রাইকারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে সিটিকে। যদিও এ পর্যন্ত লিগে সর্বোচ্চ ৮৯ গোল তারাই দিয়েছে। এবারের প্রতিযোগিতায় সব মিলিয়ে ২৪ গোল করে এখনো পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছে মাহারেজ। ১৬, ১৫ ও ১৪ গোল করে এই তালিকায় পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইনা ও ফিল ফোডেন। মৌসুম শেষ হতে আর মাত্র তিনটি ম্যাচ বাকি আছে।