জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাটে ইটবোঝাই একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে তানভির আহমেদ (২১) নামে এক লড়ি চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে উপজেলার গাঙ্গিনারপাড় ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির আহমেদ উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের আব্দুর রশিদের পুত্র বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ঢাকা ব্রিকস ভাটা থেকে ইটবোঝাই করে লড়িটি গাঙ্গিনারপাড় ব্রীজের কাছে আসা মাত্রই কিছু বুঝে উঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্বপার্শ্বে ডোবায় পড়ে যায়।
এসময় স্থানীয়রা উদ্ধার চালালেও খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহজাহান মিয়ার সহযোগিতা একটি টিম ঘটনাস্থল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে।
উদ্ধারকারী ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির মিয়া বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত ডোবা থেকে তানভিরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার খবর থানা পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহ থানা হেফাজতে নিয়ে যায়।
আরও পড়ুন
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সাহায্য আবারও কমলো, বাংলাদেশে জরুরি অর্থায়নে জাতিসংঘের আহ্বান
যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
কুষ্টিয়ায় গাছে গাছে ঝুলছে পাখিদের নিরাপদ কৃত্রিম আবাসস্থল