October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 19th, 2021, 9:30 pm

হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী আরও ২৭০ জন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হযেছেন। তাদের মধ্যে ২৪০ জন রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ার এক হাজার ২৩৮ জন। তাদের মধ্যে এক হাজার ১৪৫ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ৯৩ জন ভর্তি রয়েছেন। এদিকে, চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭০ জনের মধ্যে রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৩ জন ও বেসরকারি হাসপাতালে ১৫৭ জনসহ মোট ২৭০ জন ভর্তি হন। অন্যদিকে, ঢাকার বাইরের ৩০ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগের (মহানগর ছাড়া) ১৭ জন, চট্টগ্রামের পাঁচজন, খুলনায় দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং বরিশাল বিভাগে দুইজন ভর্তি হন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৯ আগষ্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট সাত হাজার ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৯৮২ জন রোগী। জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন এবং ১৯ আগস্ট পর্যন্ত চার হাজার ৫৯৩ জন রোগী ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ আগস্ট পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা যান।