October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 27th, 2023, 8:10 pm

হাসপাতালে বলিউড অভিনেতা আন্নু কাপুর

অনলাইন ডেস্ক :

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা আন্নু কাপুরকে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় বুকে ব্যথা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগের চেয়ে অনেকটা ভালো আছেন আন্নু কাপুর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন- ‘বুকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আন্নু কাপুর। বর্তমানে কার্ডিওলজি বিভাগের ডা. সুশান্তের অধীনে তার চিকিৎসা চলছে।’ বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা আন্নু কাপুর। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ- সব মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘মিস্টার ইন্ডিয়া’, ‘জলি এল এল বি টু’, ‘তেজাব’, ‘সাত খুন মাফ’ প্রভৃতি। ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।