October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 12th, 2023, 7:39 pm

হাসপাতালে ভর্তি সালমান শাহ’র মা

অনলাইন ডেস্ক :

স্বপ্নের নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব। সংবাদ মাধ্যম অনুযায়ী, ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে নকীবের কথা হয়েছে।

এসময় নকীব জানান, রোববার তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন।