অনলাইন ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েন রুনির ছায়ায় বেড়ে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ হিসেবে তাদের ভালো সম্পর্ক ছিল। কিন্তু রোনালদোর সমালোচনা করায় ওই সম্পর্ক তিক্ত হয়ে যেতে পারে। কারণ রুনির সমালোচনা মুখ বুজে সহ্য করেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। দিয়েছেন খোঁচা। চলতি মৌসুমে রোনালদো পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন। কিন্তু রেড ডেভিলস শিবিরে তেমন কিছুই যোগ করতে পারেননি তিনি। গোল করছেন, দলকে উজ্জ্বীবিত করার চেষ্টা করছেন। তারপরও ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় বিদায় নিয়েছে। লিগ টেবিলে সেরা চারের বাইরে আছে। ওয়েন রুনি সেজন্য রোনালদোর সমালোচনা করে বলেছেন, ওল্ড ট্রাফোর্ডে সিআরসেভেন নতুন কিছুই যোগ করতে পারেননি, ‘সে গোল করছে। চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ গোল করেছে। টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করেছে। কিন্তু রেড ডেভিলসদের রোনালদোকে নয় দরকার তরুণ ফুটবলার। যাদের নিয়ে দল গড়া যাবে। যাদের ক্ষুধা আছে। যারা দুই-তিন বছর খেলতে পারবে।’ তিনি বলেন, ‘অবশ্যই, রোনালদো ১০ বছর আগের সেই ফুটবলার নেই। গোল মুখে হয়তো সে হুমকি দিচ্ছে। কিন্তু ম্যানইউ-এর পুরো ম্যাচে প্রভাব রাখতে পারে এমন কাউকে দরকার। ক্লাবের কিছু তরুণ ফুটবলার আছেও। আমি মনে করি, জাদন সানকো, রাশফোর্ড আগামী মৌসুমে ভালো করবে।’ রুনির ওই সমালোচনার জবাব রোনালদো মাত্র এক শব্দে দিয়েছেন। ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন, ‘টু জেলাস আই (ইমোজি) বা দুটি হিংসুক চোখ।’ চোখের দুটি ইমোজি পোস্ট করেছেন আই শব্দটা বুঝিয়েছেন তিনি।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব