June 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 30th, 2024, 6:09 pm

হিট স্ট্রোকে ৮ দিনে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

টানা ১৫ দিনেরও বেশি সময় ধরে চলমান তাপপ্রবাহে সোমবার পর্যন্ত ৮ দিনে দেশজুড়ে হিট স্ট্রোকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম (এইচইওসি/সিআর)।

এর মধ্যে মাদারীপুরে দুইজন এবং বান্দরবান, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, ঝিনাইদহ, খুলনা, লালমনিরহাট ও রাজবাড়ীতে একজন করে মারা গেছেন।

সোমবার পর্যন্ত মৃত্যুর এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।

এদিকে ইউএনবির জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার প্রচণ্ড গরমে নীলফামারী জেলার বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে ৪ জন এবং নাটোরে আরও একজনের মৃত্যু হয়েছে।

যশোর, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা বিভাগসহ খুলনা ও রাজশাহী বিভাগের কিছু অংশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং ময়মনসিংহ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিদ্যমান তাপপ্রবাহের কারণে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলো ২ মে পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

—–ইউএনবি