October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 7:34 pm

হিন্দি ছবি প্রসঙ্গে যা বললেন অনুরাগ

অনলাইন ডেস্ক :

নির্মাতা অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ দেখানো হবে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ওপেনিং-এ। ছবির ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে নির্মাতা কথা বলেছেন বক্স অফিসে হিন্দি ছবির ব্যর্থতা প্রসঙ্গে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে একের পর এক হিন্দি ছবি। অন্যদিনে দক্ষিণের ছবির জয়জয়কার। এর পেছনের কারণ জানালেন নির্মাতা। তার মতে, নির্মাতারা নিজেদের গন্ডির বাইরে এমন কিছু দর্শকের জন্য সিনেমা নির্মাণ করছেন, যেই দর্শকের সংখ্যা খুবই কম।নির্মাতা আরও বলেন, তামিল, তেলেগু, মালয়ালম সিনেমাগুলোতে তাদের সংস্কৃতি ফুটে ওঠে। তবে হিন্দি ছবির ক্ষেত্রে তা হয়না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন এমন নির্মাতাও আছেন, যারা নিজে হিন্দি বলতে পারেন না। এর প্রভাব তাদের সিনেমায় পড়ে। ২০১৮ সালের স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর অফিসিয়াল রিমেক ‘দোবারা’। প্রধান চরিত্রে রয়েছেন তাপসী পান্নু। ট্রেলারের শুরুতেই দেখা যায়, তাপসী এবং তার পরিবার বুঝতে পারে যে তাঁরা সেই বাড়িতে বাস করছে সেখানে ২৬ বছর আগে বাজ পড়ে সময় একটি ছোট ছেলে মারা গিয়েছিল। ফের যখন সেখানে ঝড় ওঠে, তাপসী আবার সেই একই ছেলেকে দেখতে পায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।