September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 7:46 pm

হিরো আলমকে মারধর: পিকআপ মালিক সমিতির সভাপতি গ্রেপ্তার

ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় কারওয়ানবাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন।

তিনি জানান, হিরো আলমকে মারধরের ঘটনায় পিকআপ মালিক সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তালুকদার মাসুদ।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদের ভিডিও ফুটেজ দেখে ধরার চেষ্টা করছি।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র থেকে বের হওয়ার সময় গেটের সামনে হিরো আলমের উপর হামলা করে তাকে কিলঘুষি মারতে মারতে মাটিয়ে ফেলে দেওয়া হয়।

মারধর থেকে বাঁচতে উঠে দৌড় দেন হিরো আলম। এ সময় তাকে আবারও ধাওয়া দেওয়া দেয় বেশ কিছু সংখ্যক লোক। এরপর আহত অবস্থায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফেরেন।

—-ইউএনবি